সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত পূরণে আরও ১৫ দিন সময়

পূর্ণাঙ্গ তথ্য ও দলিল নেই অধিকাংশের

গোলাম রাব্বানী

একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী অধিকাংশ নতুন দল নিবন্ধনের শর্ত পূরণে ‘পূর্ণাঙ্গ তথ্য ও দলিল’ জমা দিতে না পারায় প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে আরও ১৫ দিন সময় দিচ্ছে নির্বাচন কমিশন। নিবন্ধন ফি, গঠনতন্ত্র ও আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দুই-একটি দলের বাইরে কোনো দলই ইসির চাহিদা অনুযায়ী ‘পূর্ণাঙ্গ তথ্য’ জমা দেয়নি। চলতি মাসেই নিবন্ধন চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ইসির নিবন্ধন যাচাই-বাছাই কমিটি বৈঠকে বসে। বৈঠক সূত্র জানিয়েছে, বাছাই কমিটি ১৯ দলের আবেদন নাকচ করে দিতে পারে। এ ক্ষেত্রে শর্ত পূরণের জন্য ৫৭ দলকে চিঠি দেওয়া হচ্ছে।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের কাছে ৭৬টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। এর মধ্যে বেশির ভাগই অপরিচিত, নামসর্বস্ব। সেই সঙ্গে রয়েছে নানা বাহারি নামের দলও। ইসির কর্মকর্তারা বলছেন, ৭৬ দলের অনেকগুলোই সাইনবোর্ডসর্বস্ব। অনেক দলের অফিস খুঁজে পাওয়া যায়নি। তাই এবার হাতেগোনা কয়েকটি দল নিবন্ধন পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, দশম সংসদ নির্বাচন সামনে রেখে আগ্রহী নতুন ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছিল। এর মধ্যে ৪১টিই নির্বাচন কমিশনের কাছে নিজেদের ‘যোগ্যতার’ প্রমাণ দিতে ব্যর্থ হয়। মাত্র ২টি দল শর্ত অনুযায়ী মাঠপর্যায়ে কার্যালয় ও কমিটি থাকার তথ্য দিয়েছিল। এরপর তাদের নিবন্ধন দেয় কমিশন। একইভাবে নবম সংসদ নির্বাচনের জন্য ২টি দলকে নিবন্ধন দেয় ইসি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে প্রথমে ৩৮ দলকে নিবন্ধন দেওয়া হয়। এর মধ্যে পরে দুটি দলের নিবন্ধন বাতিল হওয়ায় বর্তমান নিবন্ধিত দলের সংখ্যা ৪০টি। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, বাছাইয়ে কয়েকটি দল অযোগ্য হয়েছে। প্রয়োজনীয় দলিলাদি না থাকায় বা অস্পষ্ট হওয়ায় ১৫ দিনের মধ্যে তা পুনরায় জমা দিতে তাদের চিঠি দেওয়া হবে। অতিরিক্ত সচিব বলেন, প্রাথমিকভাবে নিবন্ধন উপযোগী হিসেবে যাদের বাছাই করা হবে, তাদের মাঠপর্যায়ের কার্যালয় ও কমিটি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর শর্ত পূরণকারী দলগুলোর খসড়া তালিকা প্রকাশ করা হবে। তাদের বিষয়ে দাবি-আপত্তি শেষে নিবন্ধন দেওয়া হবে। ইসি কর্মকর্তারা জানান, এবার বাছাইয়ে ‘টিকে থাকার’ মতো চার-পাঁচটি দলের কাগজপত্র পাওয়া গেছে। তবে নিবন্ধনের জন্য আরও প্রক্রিয়া বাকি। সব ধাপ শেষে কয়টি দল নিবন্ধন পাবে তা এখনই বলা যাচ্ছে না। তবে ইসির লক্ষ্য অনুযায়ী মার্চের মধ্যেই যে নতুন দলের নিবন্ধন শেষ হচ্ছে না, তা নিশ্চিত হয়ে গেছে। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘নতুন দলকে ১৫ দিন সময় দেওয়া, বিজ্ঞাপন দিয়ে দাবি-আপত্তির সময় দেওয়া এবং মাঠের তদন্ত প্রতিবেদন প্রাপ্তি— সব মিলিয়ে এ মাসে কাজ শেষ হবে না। আগামী মাসেও যদি এ কাজ শেষ করতে পারি, তাহলে অসুবিধা হবে না আশা করি।’ সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর