সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বেতন-ভাতার দাবিতে পৌরসভা কর্মচারীদের আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতন পরিশোধ এবং পেনশনসহ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে যোগ দেন দেশের ৩২৭ পৌরসভার কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী। পৌরসভার সব ধরনের সেবা বন্ধ রেখে শনিবার থেকে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আলীম মোল্লা বলেন, দেশের ৩২৭টি পৌরসভায় ৩২ হাজার ৫০০ কর্মচারী দিনরাত পরিশ্রমে দেশের উন্নয়নে কাজ করছেন। অথচ দেশের ২২৬টি পৌরসভায় ২ থেকে ৫৮ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া থাকায় পৌরসভার কর্মকতা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, আমরা সামাজিক মর্যাদা পাই না। এ বিষয়ে গত তিন বছর ধরে আমরা কর্তৃৃপক্ষকে আমাদের দাবি-দাওয়ার কথা জানিয়ে আসছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। যতক্ষণ দাবি মানা না হবে ততক্ষণ আমরা কর্মসূচি চালিয়ে যাব। অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, আমরা অফিসের কাজ ঠিকভাবে পরিচালনা করার পরও বেতন-ভাতা পাচ্ছি না। দুই মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত অনেকে বেতন-ভাতা বঞ্চিত। এর আগেও আমাদের বিভিন্ন সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি।

সর্বশেষ খবর