শিরোনাম
মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কারাগারে ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে মারা গেছেন ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন (৩৮)। গতকাল সকালে কারাগারে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা অলিউল্লাহ অভিযোগ করেন, পুলিশি নির্যাতনে জাকিরের মৃত্যু হয়েছে। জানা গেছে, তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ছিলেন জাকির। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সিকান্দিতে। জাকিরের স্ত্রীর নাম তানিয়া আক্তার। ওই দম্পতির মাহি আক্তার (৮) ও আয়েশা আক্তার (আড়াই বছর) নামে দুই সন্তান রয়েছে। পরিবার নিয়ে তিনি গাজীপুরের টঙ্গী থানার মাজুখানে থাকতেন। এর আগে ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ। তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে শাহবাগ থানায় তিন দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রিমান্ড শেষে জাকিরকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, সকালে কারাগারে হার্ট অ্যাটাক করেন কারাবন্দী জাকির হোসেন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এক যৌথ বিবৃতিতে ‘রিমান্ডে পুলিশি নির্যাতনে’ গুরুতর অসুস্থ হয়ে কারাগারে গেলে জাকির হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। জাকিরকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের গ্রেফতার দাবি করেন নেতৃবৃন্দ। ছাত্রদল নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তারা।

সর্বশেষ খবর