মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

প্রতিদিন ডেস্ক

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে একজন এবং নারায়ণগঞ্জে দুজন নিহত হয়েছেন। র‌্যাব জানিয়েছে, তিনজনই দুর্ধর্ষ ডাকাত। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর—

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গুলিতে দুজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, বন্দুকযুদ্ধে এ দুই ডাকাত মারা গেছেন। এ সময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, ভোর রাতে আলীরটেকে ধলেশ্বরী নদীতে দুর্ধর্ষ নৌডাকাত জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান। গুলিবিদ্ধ দুই ডাকাতকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন ডাকাত সর্দার জিল্লুর। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাব-১১-এর ডিএডি ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও সৈনিক জামাল আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করে। চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কালু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব জানায়, কালু দুর্ধর্ষ ডাকাত। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ১৩টি দেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, রকেট প্লেয়ার উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৭-এর লে. কমান্ডার আশেকুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, র‌্যাবের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের অবস্থান জানতে পারে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এরপর ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় কালু ডাকাতকে পাওয়া যায়। তাকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে। এইসঙ্গে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর থেকে দুটি ওয়ানশুটার গান, ৭ রাউন্ড গুলি, দুটি রকেট প্লেয়ারসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী দুজন হলেন ফটিকছড়ির ভুজপুর থানার আজিমপুর আদর্শগ্রামের এজাহার মিয়ার ছেলে মো. এরশাদ (৩২) ও ফটিকছড়ির উত্তর রাঙামাটিয়া জামাল চৌধুরীর বাড়ির আলী করিমের ছেলে একরাম উদ্দিন (১৯)। দুই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৭-এর লে. কমান্ডার আশেকুর রহমান।

সর্বশেষ খবর