বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মোমবাতি প্রজ্বালন করে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

মোমবাতি প্রজ্বালন করে স্মরণ

মোমবাতির আলোয় আলোকিত কেন্দ্রীয় শহীদ মিনার। মোমবাতি প্রজ্বালনের এই সন্ধ্যায় বিষণ্ন হাজারো মানুষ। শোকের ছাপ স্পষ্ট তাদের চোখেমুখে। স্বজন, বন্ধু, সহকর্মী ও প্রিয় মানুষ হারানোর বেদনা ছিল সবার চোখ মুখে। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গতকাল শহীদ মিনারে মোমবাতির প্রজ্বালনের আবহটা ছিল এমনই। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত মোমবাতি প্রজ্বালনের এই আয়োজনে শোকে স্তব্ধ ছিলেন নিহতদের স্বজন, বন্ধু, সহকর্মীরা। দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি এতে আরও উপস্থিত ছিলেন সর্বস্তরের সাধারণ মানুষ। এর আগে এক মিনিট নীরবতা পালন করেন শহীদ মিনারে আগতরা। মোমবাতি প্রজ্বালনের পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর