বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

স্বামী সন্তানসহ নিহত সানজিদা

নিজস্ব প্রতিবেদক, যশোর

নেপালের কাঠমাণ্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলার উড়োজাহাজে ছিলেন যশোরের মেয়ে সানজিদা হক, তার স্বামী রফিক জামান ও তাদের শিশু সন্তান অনুরুদ্ধ জামান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিহতের যে তালিকা প্রকাশ করা হয়েছে, এতে এ তিনজনের নাম রয়েছে। নেপালে বেড়াতে যাওয়ার জন্য এ পরিবারটি ওই উড়োজাহাজে চড়েছিলেন। যশোরের উপশহর এলাকার এ ব্লকের ২৪৫ নম্বর বাড়ির মেয়ে সানজিদা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রোগ্রাম অফিসার হিসেবে রাজধানীতে কাজ করতেন। তার স্বামী রফিক জামান একজন ব্যবসায়ী। রাজধানীর শুক্রাবাদে তাদের বাড়ি রয়েছে। তাদের একমাত্র সন্তান অনুরুদ্ধ ধানমন্ডি বয়েজ স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সানজিদার চাচাতো ভাই ফজল মাহমুদ বলেন, সানজিদার মা দুই বছর আগে মারা গেছেন। বাবা সাবেরুল হক অসুস্থ। বিছানায় শুয়েই তার দিন কাটে। সোমবার রাত পর্যন্ত তাকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়নি। সানজিদারা তিন ভাই বোন। এরমধ্যে সানজিদাই সবার বড়। দুই ভাই শাহরিয়ার সাবির মিথুন এবং শাহনেওয়াজ সাবির উইন ঢাকায় চাকরি করেন।

সর্বশেষ খবর