বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিবাহবার্ষিকী পালন হলো না শাওন-শশীর

মানিকগঞ্জ প্রতিনিধি

বিবাহবার্ষিকী পালন করা হলো না তাহিরা তানভীন শশী ও স্বামী ডা. রেজোয়ানুল হক শাওনের। সপ্তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই দম্পতি সোমবার নেপালের উদ্দেশে ইউএস-বাংলার উড়োজাহাজে যাত্রা করেন। বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মারা যান শশী। আশঙ্কাজনক অবস্থায় ডা. শাওনকে উদ্ধার করা হয়। শশী মানিকগঞ্জ শহরের দাশড়া এলাকার রেজা হাসানের মেয়ে। ডা. শাওন সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। শশীর খালা জানান, একমাত্র সন্তানের দুর্ঘটনার সংবাদ পেয়েই ঢাকা চলে যান তার বাবা-মা। দাশড়ার বাড়িতে এখন সুনসান নীরবতা। কাজের লোক ছাড়া আর কেউ নেই বাড়িতে। শশীকে হারিয়ে লাশের প্রত্যাশায় নানার পরিবারের লোকজনও চলে গেছেন ঢাকায়। নানার বাড়িতে শশীর ছোট খালা সখিনা বেগম গতকাল জানান, শশী খুব ভালো মেয়ে। শশীর বিয়ে হয়েছে ছয় বছর। এ উপলক্ষে শশী স্বামীকে নিয়ে নেপালে বেড়াতে যাচ্ছিলেন। কদিন আগেই ঢাকায় খালাতো বোনের বিয়েতে শশীসহ পরিবারের সবাই একসঙ্গে ছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে সপ্তম বিবাহবার্ষিকী পালনের জন্য স্বামীসহ যাত্রা করেন নেপাল। এ যাত্রাই হয় তার জীবনের শেষ যাত্রা। শশীর মেজ মামা শহীদুল হক পুলক জানান, পরিবারের লোকজন নেপালে গেছেন। যতদ্রুত সম্ভব শশীর লাশ বাংলাদেশে নিয়ে আসা হবে। আহত শশীর স্বামী শাওন আগের চেয়ে কিছুটা ভালো। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর