বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জাফর ইকবাল ক্যাম্পাসে ফিরবেন আজ

ফয়জুরের ভাই রিমান্ডে মা জেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট

জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল নিজ কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ফিরবেন আজ। ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসা শেষে আজ ছাড়পত্র পাওয়ার কথা রয়েছে। এদিকে জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুরের ভাই এনামুল হাসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া রিমান্ড শেষে তার মা মিনারা বেগমকে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসা শেষে আজ ছাড়পত্র পাওয়ার পর বিমানযোগে জাফর ইকবাল নিজ কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন। এরই মধ্যে জাফর ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সেই সঙ্গে তিনি নিয়মিত খাবার খাচ্ছেন ও বিশ্রাম নিচ্ছেন। সেলাই কাটার পর বিমানযোগে সিলেট গিয়ে তিনি শাবিতে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে বাসায় যাবেন। উল্লেখ্য, ৩ মার্চ বিকালে শাবি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ফয়জুর রহমান নামের এক যুবক ছুরি নিয়ে জাফর ইকবালের ওপর হামলা করে। এতে গুণী এ লেখক মাথা, হাত ও পিঠে আঘাত পান। ওই হামলার পরপর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিন রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচে তাকে ভর্তি করা হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা হামলাকারীকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে র‌্যাবের কাছে সোপর্দ করে।

ফয়জুরের ভাই রিমান্ডে, মা জেলে : শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল হাসানের ভাই এনামুল হাসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া রিমান্ড শেষে তার মা মিনারা বেগমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমার এ আদেশ দেন। সিলেট আদালত পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, গতকাল ফয়জুরের ভাই এনামুল হাসানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকালই জিজ্ঞাসাবাদের জন্য এনামুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া দুই দিনের রিমান্ড শেষে গতকাল ফয়জুরের মা মিনারা বেগমকে মহানগর হাকিম তৃতীয় আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক হরিদাস কুমার তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে জিজ্ঞাসাবাদে মিনারা বেগমের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে কিনা সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। এদিকে বৃহস্পতিবার হামলাকারী ফয়জুরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশ হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া ফয়জুরের বাবা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমান পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। প্রসঙ্গত, ৩ মার্চ বিকালে জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ওই দিন রাতেই ফয়জুরকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

সর্বশেষ খবর