বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শঙ্কামুক্ত ৬, এখনো জীবনযুদ্ধে দুজন

জুলকার নাইন, কাঠমান্ডু (নেপাল) থেকে

বিমান দুর্ঘটনার চার দিন পেরিয়ে গেলেও নেপালের হাসপাতালগুলো ঘিরে কান্নার রোল থামছেই না। সর্বশেষ গতকাল এক চীনা নাগরিকের মৃত্যুতে মৃতের সংখ্যা আরও বেড়েছে। আতঙ্ক ছড়িয়ে রেখে এক বাংলাদেশি ও এক নেপালি নাগরিক লড়ছেন মৃত্যুর সঙ্গে। হাসপাতাল ও মর্গ ঘিরে থাকা হতভাগা বিমানযাত্রীদের স্বজনরা এখন অসহায় এক পরিস্থিতিতে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুর বাইরে নিতে বা অন্তত বাংলাদেশে নিয়ে যেতে প্রধানমন্ত্র্রীর হস্তক্ষেপ চাইছেন বাংলাদেশিরা। নেপালি যাত্রীদের স্বজনরাও অসহায় দৃষ্টি নিয়ে ঘুরছেন নেপালের হাসপাতালগুলোর চারপাশে। গতকাল তিনটি হাসপাতাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

কাঠমান্ডু মেডিকেল কলেজের প্রশাসনিক বিভাগের প্রধান প্রকাশ কুমার ভট্টরাই গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিমান দুর্ঘটনায় আহত ১০ জনের চিকিৎসা করছে কাঠমান্ডু মেডিকেল কলেজ। এর মধ্যে আটজনই বাংলাদেশি ও দুজন নেপালের। তাদের মধ্যে ছয়জনকে আইসিইউতে রাখা হয়েছে। চারজনকে ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে থাকা ছয়জনের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল হলেও দুজনের অবস্থা গুরুতর। তাদের একজন হলেন ৫২ বছর বয়সী এমরান কবির এবং অন্যজন নেপালের নাগরিক ২৪ বছর বয়সী প্রিন্স ধাবি। এমরান কবিরের ছেলে ঢাকা থেকে আসা হেলাল ইবনে কবির সাংবাদিকদের বলেছেন, ‘বাবা কথা বলতে পারছেন এবং খেতেও পারছেন। তবে পায়ে কোনো অনুভূতি পাচ্ছেন না।’ গ্র্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডা. চক্ররাজ পাণ্ডে জানান, তার হাসপাতালে থাকা চারজন আহতই এখন শঙ্কামুক্ত। তাদের চিকিৎসা চলছে। আহত বাংলাদেশিদের স্বজনরা বলছেন, বাংলাদেশের নিবিড় পরিচর্যা কেন্দ্রের তুলনায় নেপালের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের অবস্থা খুবই খারাপ। সেখানে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না দুর্ঘটনায় আহতরা। কিন্তু কর্তৃপক্ষ আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে, এমনকি বাংলাদেশেও ফিরিয়ে নেওয়ার অনুমতি দিচ্ছে না। তবে কাঠমান্ডুর ওম হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের আইসিইউতে থাকা গুরুতর আহত যাত্রী ডা. রেজওয়ানুল হক শাওনকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে জানিয়েছন তার শ্বশুর ডা. রেজা মোহাম্মদ জামান। রেজওয়ানুল হক শাওনকে এখনো জানানো হয়নি যে তার স্ত্রী তাহিরা তানভিন শশী আর নেই। কারণ তার নিজের অবস্থা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়।

সর্বশেষ খবর