বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পাঠানো হচ্ছে মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকদের ৮ সদস্যের একটি দল নেপাল যাচ্ছে। আজ বেলা ১১টার দিকে কাঠমান্ডুর উদ্দেশে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে ওই দলটির তত্ত্বাবধান করবেন। ডা. সামন্ত লাল বলেন, ডা. লুত্ফুর কাদের লেলিনের নেতৃত্বে চিকিৎসক দলে থাকছেন ঢামেক বার্ন ইউনিটের তিনজন, জেনারেল ওয়ার্ডের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) দুজন বিশেষজ্ঞ এবং জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) দুজন চিকিৎসক। তারা নেপালি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কাজ করবেন। এ ছাড়া কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।

ওখানে যদি তাদের মনে হয়, আহত বাংলাদেশিদের উন্নত চিকিৎসার প্রয়োজন, সেক্ষেত্রে তাদের দেশে এনে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে শুধু বাংলাদেশি নয়, নেপালি আহত রোগীদেরও চিকিৎসা দেবেন এই চিকিৎসক দলের সদস্যরা। তিনি আরও বলেন, ‘নেপালে দুর্ঘটনায় শিকার হয়ে বাংলাদেশি বার্ন রোগীরা কাতরাচ্ছেন, আর আমরা কিছুই করতে পারব না? এটা অত্যন্ত দুঃখের বিষয়। যেহেতু নেপালে বাংলাদেশের মতো আগুনে পোড়া রোগীদের আধুনিক চিকিৎসা কেন্দ্র নেই, সে জন্য ওরা কতটুকু ব্যবস্থা করতে পারবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। কিন্তু আমাদের বাংলাদেশিরা যাতে সঠিক চিকিৎসা পায় সেটি নিশ্চিত করতেই চিকিৎসক দলটি সেখানে যাচ্ছে।’ 

সর্বশেষ খবর