বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা
বরিশালে সাংবাদিক নির্যাতন

বিচার দাবিতে মানববন্ধন ৩ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ডিবিসির ক্যামেরাপারসন সুমন হাসানকে নগর গোয়েন্দা পুলিশের কয়েক সদস্যের অমানুষিক নির্যাতনের প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ফটো সাংবাদিক ঐক্য পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আলম ফরিদ, হুমায়ূন কবির, সাইফুর রহমান মিরন, রাহাত খান, অপূর্ব অপু, বেলায়েত বাবলু, গোবিন্দ সাহা প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক সুমনকে নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। উল্লেখ্য, মঙ্গলবার তুচ্ছ ঘটনার জেরে ডিবিসির ক্যামেরাপারসন সুমনকে নগরীর বিউটি রোড থেকে পেটাতে পেটাতে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গাড়িতেও অমানুষিক নির্যাতন চালায় পুশিল সদস্যরা। এ ঘটনায় বরিশালের সাংবাদিকরা প্রতিবাদমুখর হলে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দলে থাকা গোয়েন্দা পুলিশের ৮ সদস্যকে তাত্ক্ষণিক পুলিশ লাইনে প্রত্যাহার কর। গতকাল দুপুরে মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্তে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লার নেতৃত্বে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এদিকে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল মাসুদুল হককে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক। নির্যাতনের শিকার সাংবাদিক সুমন শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সুমন মামলা করবেন বলে জানিয়েছে তার পরিবার।

সর্বশেষ খবর