বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ব্যাংক সুদ কমানোর পক্ষে আওয়ামী লীগ

রফিকুল ইসলাম রনি

ব্যাংক সুদ ১২ শতাংশ থেকে কমিয়ে সিঙ্গেল ডিজিটে অর্থাৎ দশের নিচে আনার পক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নিয়ে সরকারের কাছে দাবি জানানো হবে। একই সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপোজিট সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকেও রাখার প্রস্তাব করা হবে। গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাংকের তারল্য সংকট ও ব্যাংক সুদ কমানোর পক্ষে কথা বলেন দলের এক প্রেসিডিয়াম ও দুজন সম্পাদকমণ্ডলীর সদস্য। ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সৃষ্টি করার দাবি জানান দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী আকরামকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা তো ব্যাংকের মালিক। আপনাদের তো সুযোগ সুবিধা আমরা দিয়ে যাচ্ছি। আপনারা ব্যাংকের সুদের হার কমান।’

এ সময় ব্যাংকের সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে এক ডিজিডের মধ্যে আনার দাবি করা হয়। এ দাবি করেন কেন্দ্রীয় নেতারাও। বিভিন্ন বিদ্যালয় জাতীয়করণের যে দাবি করা হচ্ছে, তা অযৌক্তিক- আখ্যা দিয়ে দলের পক্ষ থেকে বৈঠকে বলা হয়, ‘নির্বাচন সামনে রেখে সবাই দাবি আদায়ের উপযুক্ত সময় মনে করছে। কিন্তু কোনোভাবেই অযৌক্তিক দাবি মানা হবে না। এমনিতে ২২ হাজার স্কুল-কলেজ জাতীয়করণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয় জাতীয়করণ করা হবে-কিন্তু সবাইকে পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে নিয়োগ পেতে হবে।’

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাতটার পরে বৈঠক শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে। এতে দলের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতারা বক্তৃতা করেন। বৈঠক সূত্র জানায়, সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়।

 বৈঠকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে আলোচনা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেন, বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরোধিতা করেছে। আমাদের হারানো হয়েছে। আগামী ২১ ও ২২ মার্চ সুপ্রিম কোর্ট বার-নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি। ভোটারদের উপস্থিতি বাড়ানোর পরামার্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আগামী রমজানে যেন দ্রব্যমূল্য সহনীয় পর্যায় থাকে- সে প্রস্তাবও দেন দলের এক সম্পাদক মণ্ডলীর সদস্য।

সর্বশেষ খবর