শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর পরই খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় পুরান  ঢাকার কেন্দ্রীয় কারাগারে। নিম্ন আদালত থেকে ওই মামলার নথি হাই কোর্টে আসার পর তা দেখে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ ১২ মার্চ খালেদা জিয়ার চার মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। সঙ্গে সঙ্গে তার আপিল শুনানির জন্য ওই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখাকে পেপারবুক প্রস্তুত করারও নির্দেশ দেন। এরপর বুধবার দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেন। ওই সময়ের মধ্যে লিভ টু আপিল দাখিল করতে বলে আপিল বিভাগ।

সর্বশেষ খবর