শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

স্বস্তি ফিরেছে পিয়াজে সবজি এখনো চড়া

নিজস্ব প্রতিবেদক

স্বস্তি ফিরেছে পিয়াজে সবজি এখনো চড়া

বাজার দর

রাজধানীর কাঁচাবাজার-গুলোতে সবজি এখনো ৩০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পুরো শীত মৌসুম জুড়ে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার সধ্যে আসেনি সবজি। তবে আকাশচুম্বী থেকে নিয়ন্ত্রণের মধ্যে এসেছে পিয়াজের দর। এখন প্রতিকেজি পিয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। কাঁচা মরিচের দামও তুলনামূলক কমেছে।  চলতি বছরের শুরুতে এক কেজি পিয়াজ কিনতে ক্রেতাদের খরচ করতে হয়েছে ১০০ টাকার উপরে। আর ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম কমে এখন ৩০ টাকায়। ব্যবসায়ীরা নতুন দেশি পিয়াজ বিক্রি করছেন ৪০ টাকা কেজি দরে। আর ভারতীয় পিয়াজ ৩০ টাকা কেজি দরে। গতকাল কারওয়ানবাজার, শান্তিনগর, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া  এবং খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন সব ধরনের পিয়াজ-মরিচের সরবরাহ বেড়েছে। নতুন দেশি পিয়াজের পাশাপাশি ভারত থেকে আমদানি করা পিয়াজ বাজারে ভরপুর। আর এখন কাঁচামরিচের ভরা মৌসুম। এখন ক্ষেত থেকে মরিচ না তুললে পেকে পঁচে যাবে। ফলে চাষিরাই এখন মরিচ তুলছেন, যে কারণে বাজারে সরবরাহ বেড়েছে। এদিকে অধিকাংশ কাঁচা সবজির দাম এখনো তুলনামূলক ভাবে কমেনি। গত বছর এই সময় যেসব সবজি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে এ বছর তা ৩০ টাকার নিচে নামেনি। তবে গত দুই সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা জানালেন। অধিকাংশই এখন ৩০ টাকা কেজি দরের নিচে মিলছে। এমনকি মাসখানেক আগে যে সবজি ১০০ টাকার ওপরে বিক্রি হয়েছে, তা এখন মাত্র ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ক্রেতাদের অভিযোগ, সবকিছুরই দাম বেশি। মানুষ কিনতে এসে হিমশিম খাচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, প্রতি কেজি করলা ৬০ টাকা, মুলা ৪০ টাকা, ঢেড়স ৬০ টাকা, পটোল ৫০ টাকা, শসা ৪০ টাকা, লাউ ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে। এর মধ্যে লাউয়ের দর কিছুটা কমেছে। দাম কমার তালিকায় আছে, প্রতি কেজি পেপে ৩০ টাকা, বেগুন (কালো) ৩০, বেগুন (সাদা) ৫০ টাকা, মুলা ২০ টাকা, পটোল ৪০ টাকা, বরবটি ৬০ টাকা। বাজারে চাষের মাছ যেমন রুই-কাতলা প্রতি কেজি পাওয়া যাচ্ছে ১৫০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে। তবে চড়া সব ধরনের দেশি প্রজাতির মাছের দাম। প্রতি কেজি কাতল মাছ ৩৫০, রুই ৪৫০, বড় শোল ৫৫০, চিংড়ি ৭০০, পাবদা ৬০০, মাগুর ৪০০, চিতল ৬০০। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা দরে। প্রতিহালি ফার্মের ডিম ২৫ টাকা।

তবে হাঁস ও দেশি মুরগির ডিম ৪০ টাকার উপরে। প্রতিকেজি গরুর মাংস মানভেদে ৪৫০ থেকে ৫০০ ও খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর