শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে জলদস্যু ইব্রাহিম মাঝি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু মো. ইব্রাহিম মাঝি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, ৩১ রাউন্ড গুলি এবং সাত রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। গতকাল ভোররাতে সন্দ্বীপ উপজেলার উড়িরচরে এ ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম মাঝি সন্দ্বীপ উপজেলার উড়িরচরের মৃত সেরাজ কামালের ছেলে। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ,  ডাকাতি, অপহরণ এবং চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, চরাঞ্চলে কৃষকদের গরু-মহিষ ডাকাতি করে নিয়ে যাচ্ছে এমন খবরে র‌্যাব টহল জোরদার করে। একপর্যায়ে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে থামানোর জন্য বলা হয়। কিন্তু সেটি না থামিয়ে উড়িরচরে নিয়ে যায় এবং আরোহীরা পালিয়ে যেতে থাকে। এ সময় তারা র‌্যাবের ওপর গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তারা পিছু হটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে নোয়াখালীর মাইজদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ডাকাত ইব্রাহিম মাঝির বলে শনাক্ত করেন স্থানীয় লোক।

সর্বশেষ খবর