সোমবার, ১৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিএনপির বিক্ষোভে ফের পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক

ফের পুলিশি বাধার মুখে রাজধানী ঢাকাসহ সারা দেশে কালোব্যাজ ধারণসহ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং রিমান্ডের নামে পুলিশের নির্মম অত্যাচারে ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে সারা দেশে জেলায় এবং ঢাকা মহানগরীর থানায় থানায় গতকাল এ কর্মসূচি পালন করে দলটি। কর্মসূচি পালনকালে ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির ৮ জন এবং মহানগরী উত্তর বিএনপির বিভিন্ন স্থান থেকে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়াও পুলিশি হামলায় ঢাকার বিভিন্ন স্থানে কমপক্ষে ২০জন আহত হন বলে অভিযোগ করে বিএনপি। রাজধানীতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ রবিউল আলমের নেতৃত্বে ধানমন্ডি থানা বিএনপি, মহানগর বিএনপি নেতা আবুল হাসান তালুকদার ননীর নেতৃত্বে শাহবাগ থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধার নেতৃত্বে খিলগাঁও থানা বিএনপি, হাজী মো. ইউসূফের নেতৃত্বে মোহাম্মদপুর থানা বিএনপি, আবুল কালাম আজাদের নেতৃত্বে আদাবর থানা বিএনপি, হাসিবুর রহমান মান্নুর নেতৃত্বে মতিঝিল থানা বিএনপি, হুমায়ুন কবিরের নেতৃত্বে রমনা থানা বিএনপি, সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে কলাবাগান বিএনপি, খতীবুর রহমান খোকনের নেতৃত্বে চকবাজার বিএনপির মিছিল থেকে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়, তানভীর আহম্মেদ রবিনের নেতৃত্বে যাত্রবাড়ী, হাজী মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে কামরাঙ্গিরচর থানা বিএনপি, আনম সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর থানা বিএনপি, হাজী মীর হোসেন মীরুর নেতৃত্বে কদমতলী থানা, আবদুস সাত্তারের নেতৃত্বে সূত্রাপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও ঢাকা মহানগর বিএনপির ওয়ারি, ডেমরা, বংশাল, কোতোয়ালি, লালবাগ, হাজারীবাগ, মুগদা, পল্টন, নিউমার্কেট, সবুজবাগ, মিরপুর, পল্লবীসহ বিভিন্ন থানার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

সর্বশেষ খবর