মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইউপিডিএফের দুই নেত্রী উদ্ধার হননি, কাল সড়ক নৌপথ অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙামাটির কুদুকছড়ি থেকে অপহৃত ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে কাল বুধবার খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি তিন সংগঠন। গতকাল এক যৌথ বিবৃতিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরাম সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।

হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, খুনি-সন্ত্রাসী ও বিভিন্ন মামলার পলাতক আসামি তপন জ্যোতি চাকমা ওরফে  বর্মা ও তার সহযোগীদের গ্রেফতার এবং অপহৃত দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে বুধবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। প্রসঙ্গত, ১৮ মার্চ সকালে রাঙামাটির কুদুকছড়ি আবাসিক এলাকা থেকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন আহত ও একটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করেছে ইউপিডিএফ সমর্থিতরা।

সর্বশেষ খবর