মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

টাকার জন্য খুন হন সুমন

নিজস্ব প্রতিবেদক

টাকার জন্য খুন হন সুমন

সুমন শিকদার নিজে ইসলামিক নিউজ নামে একটি অনলাইন পোর্টাল খুলে বসেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এ পোর্টালটি ব্যবহার করে বিভিন্নজনকে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। একপর্যায়ে সুমন মিডিয়া ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে তার বন্ধু ফয়সাল আহমেদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা চান। ফয়সালও অগাধ বিশ্বাসে কম্পিউটার, ক্যামেরা, মোটরসাইকেল ও টিনশেড বাড়ি বিক্রি করে সুমনকে টাকা দেন। পরে তা আত্মসাৎ করেন সুমন। টাকার জন্য একাধিকবার চাপ দিলেও কোনো ফল পাননি ফয়সাল। এরপর পরিকল্পনা করেন সুমনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। পাশাপাশি তার মালামাল নিয়ে সটকে পড়েন। গত ৭ মার্চ রাতের ঘটনা এটি। গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় সুমনকে। ঘটনার দুদিন পর উদ্ধার হয় লাশ। এতে ফয়সালের সহযোগী ছিলেন জহিরুল ইসলাম জনি। রবিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

তিনি বলেন, ফয়সাল প্রথমে টাকা উদ্ধারে ব্যর্থ হওয়ার বিষয়টি জনির সঙ্গে শেয়ার করে। জনির পরামর্শে তিনি হত্যার পরিকল্পনা করেন। দুজন যোগসাজশে সুমনের অফিসে যান। আড্ডা জমানস। একপর্যায়ে কফির সঙ্গে সুমনকে কিছু ঘুমের ওষুধ খাওয়ান। এরপর রশি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর সুমনের নাকে-মুখে স্কচটেপ পেঁচিয়ে লাশ খাটের নিচে রেখে গোপন করার চেষ্টা চালান। পরে তারা সুমনের কম্পিউটার ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর