বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এ কে আজাদকে এবার দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

হা-মীম গ্রুপের মালিক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদকে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা না থাকার অভিযোগে রাজউক আজাদের গুলশানের বাড়ি ভেঙে দেওয়ার একদিন পর গতকালই তাকে তলব করল দুদক। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতিকে আগামী ৩ এপ্রিল সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে হবে। কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বুধবার তলবের নোটিস এ কে আজাদকে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে, একে আজাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার কর ফাঁকি দিয়ে ঘোষিত আয়ের বাইরে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর