বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা
উদ্ধার হননি দুই নেত্রী

খাগড়াছড়িতে বিক্ষোভ ভাঙচুর, গুলি

খাগড়াছড়ি প্রতিনিধি

অপহৃত দুই নেত্রীর মুক্তি দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির সময় গতকাল বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম এ অবরোধের ডাক দেয়। ফলে সকাল থেকে খাগড়াছড়িতে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে পৌর শহরের মধ্যে টমটমসহ শহরকেন্দ্রিক যানবাহনগুলো চলাচল করেছে। অবরোধের সমর্থনে খবংপুড়িয়া ফায়ার সার্ভিস এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কে পেরাছড়া, আলুটিলাসহ বিভিন্ন স্থানে অবরোধ সমর্থকরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা একটি প্রাইভেট কার, একটি সিএনজি, দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেন। এ ছাড়া ট্রাক, জিপসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সহিংসতার সময় কমপক্ষে পাঁচজন আহত হন। তার মধ্যে রামগড়ের সিএনজিচালক শরীফুল ইসলাম (২১) ও খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে ব্রেক ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল খায়ের (৩৫) গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া পানছড়িতে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। অবরোধ সমর্থকরা জেলা সদর, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি, মাটিরাঙাসহ বিভিন্ন উপজেলার রাস্তার ওপর অবস্থান করেন। অবরোধে খাগড়াছড়ি শহরের সঙ্গে দূরপাল্লা ও উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রিজ এলাকায় সড়কের ওপর অগ্নিসংযোগের চেষ্টা করেন পিকেটাররা। এ সময় পিকেটারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে অবরোধ সফল করায় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সব যানবাহন মালিক-চালক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, ১৮ মার্চ রাঙামাটি সদরের কুতুকছড়ি থেকে সন্ত্রাসীরা ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মণ্টি চাকমা ও সদস্য দয়াসোনা চাকমাকে অপহরণ করে। এ সময় তারা গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মসিং চাকমাকে গুলি করে আহত করে। এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত) সমর্থিতরা নবগঠিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিতদের দায়ী করেছেন।

সর্বশেষ খবর