রবিবার, ২৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

উত্তর আমেরিকায় সাড়া জাগিয়েছে বাংলাদেশ প্রতিদিন

প্রতিদিন ডেস্ক

উত্তর আমেরিকায়  সাড়া জাগিয়েছে বাংলাদেশ প্রতিদিন

উত্তর আমেরিকার বাজারে এলো ‘বাংলাদেশ প্রতিদিন’। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২৩ মার্চ শুক্রবার তা নিউইয়র্কে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত সিটিসমূহেও প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক সাংবাদিক-মুক্তিযোদ্ধা লাবলু আনসার। টানা ২২ বছর সাপ্তাহিক ঠিকানার সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী লাবলু আনসার গত ৫ মার্চ ঠিকানা থেকে ‘বাংলাদেশ প্রতিদিন’-এ যোগদান করেছেন। ৪৮ পাতার এই উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক-প্রকাশকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। নিউইয়র্ক থেকে আরও ১৮টি সাপ্তাহিক পত্রিকা বের হচ্ছে বাংলা ভাষায়। ঠিক এক বছর আগে এদিনে ‘প্রথম আলো’র উত্তর আমেরিকা সংস্করণ প্রকাশিত হয়েছে এবং সেটিও প্রত্যেক শুক্রবার প্রকাশ ও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনে প্রবাসীদের সংবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথম ও শেষের পাতায় প্রবাসীদের কথকতা স্থান পেয়েছে। সে অঙ্গীকার রয়েছে সম্পাদকদের। অপর পত্রিকাগুলো হচ্ছে ঠিকানা, বাঙালি, বাংলা, পরিচয়, বর্ণমালা, বাংলাদেশ, জন্মভূমি, প্রথম আলো-নিউইয়র্ক, আজকাল, প্রবাস, মুক্তকণ্ঠ, বন্ধন, বর্তমান বাংলা, আওয়াজ ইত্যাদি। সূত্র : এনআরবি নিউজ।

সর্বশেষ খবর