বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
এমপির বাড়িতে ডাকাতি

সন্দেহভাজন যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক যুবক। ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় সরাসরি তিনি জড়িত ছিলেন বলে দাবি করেছেন জেলার পুলিশ সুপার ফরহাত আহম্মদ। তাকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। তার নাম জানা যায়নি। গতকাল বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার ফরহাত আহম্মদ বলেন, সোমবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে ১৪-১৫ জনের একদল ডাকাত ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের হাঁড়িপুকুর নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা (৩২) এক ডাকাতকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিবি পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন পুলিশ সুপার। আহতদের সদর হাসপাতাল থেকে পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের খোঁজখবর নিতে সেই হাসপাতালে গেলে পুলিশ সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেয়নি। পুলিশ সুপার জানান, ১২ মার্চ রাতে এমপি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গির বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— রুবেল ইসলাম (২৬), মামনুর রশিদ মামুন (৩৩), সাবেদুল ইসলাম সাবেদ (৩৬), মামুন অর রশিদ (৪৭) ও কমল (৪৭)। এ ছাড়া পুলিশ ডাকাতি হওয়া ২১ ভরি স্বর্ণালঙ্কার নীলফামারী জেলার সৈয়দপুর থেকে উদ্ধার করেছে।

সর্বশেষ খবর