বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাদেশ বিমানে আসছে ৪ বোয়িং

নিজস্ব প্রতিবেদক

বাংলার আকাশ উজ্জ্বল করতে বিমানবহরে যোগ হচ্ছে নতুন আরও চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছিল বোয়িংয়ের ৬টি আধুনিক বিমান। এখন নতুন যে ৪টি যুক্ত হবে সেগুলোর মধ্যে দুটি আসবে চলতি বছরেই। আর দুটি আসবে আগামী বছরের সেপ্টেম্বরে। ইতিমধ্যে এই ৪টি বিমানের নামও চূড়ান্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নামগুলো হচ্ছে— আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। নামগুলো বিমান কর্তৃপক্ষের হাতেও পৌঁছেছে। বিমান সূত্রে জানা গেছে, নতুন চারটি বিমানের জন্য নাম চূড়ান্ত করতে বিমানের গঠিত বাছাই কমিটি ৪০টি নামের একটি তালিকা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। সেই তালিকা থেকে চারটি বিমানের জন্য নাম অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি বিমানের গায়ে নাম লেখা হবে কালো রং দিয়ে বাংলায় সুতন্নী এমজে ফন্টে, ইংরেজিতে হেলভিটিকা ফন্টে। ২০০৮ সালে বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার জন্য চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ৬টি বিমান ইতিমধ্যে বিমান বহরে যুক্ত হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান চারটি সর্বাধুনিক প্রযুক্তির। এই চারটি ড্রিমলাইনারের একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আসবে চলতি বছরের আগস্ট এবং অপরটি আসবে নভেম্বরে। বাকি দুটি আসবে ২০১৯ সালের সেপ্টেম্বরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর