শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

দেশে গড় আয়ু বেড়ে ৭১ বছর ৮ মাস

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষের গড় আয়ু বেড়ে বর্তমানে ৭১ বছর ৮ মাসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে মূলত মাতৃমৃত্যু শিশুমৃত্যু হার কমায় এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায়। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মানুষের আয়ুকাল বাড়ার ফলে বার্ধক্যে পৌঁছানো মানুষের সংখ্যা বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জটিল রোগের বোঝা। ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে করে বাড়ছে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার চাহিদা।

সর্বশেষ খবর