শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

৭০৯তম মঞ্চায়ন করে মাইলফলকে ‘কঞ্জুস’

মর্তুজা নুর, রাবি

৭০৯তম মঞ্চায়ন করে মাইলফলকে ‘কঞ্জুস’

অধিকাংশ মঞ্চনাটক যখন দর্শকখরায় আক্রান্ত, তখন অনন্য নজির গড়ল কঞ্জুস নামের নাটকটি। দর্শক খরার বদলে উপচেপড়া দর্শক জমে এ নাটকের প্রদর্শনীতে। গতকাল বিকালে ইতিহাসের মাইলফলক স্পর্শ করল হাসতে হাসতে দর্শকের পেটে খিল ধরিয়ে দেওয়া এ মঞ্চ নাটকটি।

কমেডির সমার্থক শব্দে পরিণত হওয়া কঞ্জুসের ৭০৯তম মঞ্চায়ন হলো এদিন। দেশের কোনো মঞ্চনাটকের সর্বাধিক এই মঞ্চায়নের দিনেও বিপুল দর্শক সমাগম হয়েছিল। ঢাকা লোকনাট্য দলের প্রযোজনাটির ৭০৯তম প্রদর্শনীতে ইতিহাসের সাক্ষী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার শ’ নাট্যপ্রেমী। দর্শকে পরিপূর্ণ ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)। এমনকি টিকিট না পেয়েও হলে ফিরে গেছেন অনেক শিক্ষার্থী। এভাবেই দেশের মঞ্চনাটকে আশার আলো হয়ে জ্বলজ্বল করল কঞ্জুস। ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে লোক নাট্যদলের প্রযোজনা কঞ্জুস। ১৯৮৭ সালে প্রথম মঞ্চস্থ হওয়া নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লোক নাট্যদলের অধিকর্তা লিয়াকত আলী লাকী। গত ৩১ বছর যাবৎ নাটকটি নিয়মিত মঞ্চায়িত হয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর