সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সুন্দরবনে কয়লা নিয়ে জাহাজ ডুবল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দর চ্যানেলের পশুর নদীর হারবাড়িয়ায় সুন্দরবনের মধ্যে ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে একটি লাইটার জাহাজ এমভি বিলাস গতকাল ভোরে ডুবে গেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত জাহাজটি উদ্ধারে অভিযান শুরু করা হয়নি। জানা গেছে, ঘটনার পর মোংলা বন্দর কর্তৃপক্ষ ডুবুরি নামিয়ে জাহাজটিতে ‘মার্কিং বয়া’ স্থাপন করেছে। এ কারণে বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজগুলো দুর্ঘটনাস্থল এড়িয়ে চলাচল করতে পারছে। এদিকে ডুবে যাওয়া লাইটার জাহাজটি ভাটার সময় মাস্টার ব্রিজের আশিংক দেখা গেলেও জোয়ারের সময় এটি পুরোপুরি তলিয়ে থাকছে। জাহাজটি দ্রুত উদ্ধারে মালিক পক্ষকে নির্দেশ দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এ জন্য ঢাকার ইস্টার্ন ক্যারিয়ার নেভিগেশনের মালিক মো. সোহেল আহম্মদকে তার ডুবে যাওয়া লাইটার কার্গো এমভি বিলাসকে দ্রুত উদ্ধারে চিঠি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মালিক পক্ষ কয়লাসহ লাইটার জাহাজটি উদ্ধারে ব্যর্থ হলে বন্দরের নিয়মানুযায়ী নিলাম ডেকে টেন্ডারের মাধ্যমে এটি উত্তোলন করা হবে। সূত্র বলছে, বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর