সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ঐতিহ্য

রাজপরিবারের সামগ্রী হস্তান্তর উত্তরা গণভবনে

নাটোর প্রতিনিধি

রাজপরিবারের সামগ্রী হস্তান্তর উত্তরা গণভবনে

নাটোরের দিঘাপতিয়া রাজ পরিবারের বিভিন্ন মূল্যবান সামগ্রী হস্তান্তর করা হয়েছে উত্তরা গণভবনের সংগ্রহশালায়। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বই আকারে তৈরি ১০ কেজি ওজনের ভিক্টোরিয়া অ্যাটলাস (ব্রিটিশদের তৈরি আন্তর্জাতিক মানচিত্র) সোনার প্রলেপ দেওয়া বই বানিয়ানের আত্মজীবনী, একটি ঘড়ি, রাজার কলিংবেল ও দিঘাপতিয়া রাজপরিবারের সর্বশেষ বংশধর প্রভাত কুমার রায়ের ছবি। দিঘাপতিয়া রাজা প্রসন্ননাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুদ্দিন তাদের সংগ্রহে থাকা সামগ্রীগুলো হস্তান্তর করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক শাহিনা খাতুনের হাতে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, সিভিল সার্জন আজিজুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমীন আক্তার বানু।

সর্বশেষ খবর