শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় বেপরোয়া গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল এ অভিযানের সময় বেশ কয়েকজন চালক ও সহকারীকে সাজা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কলেজছাত্র রাজীব হোসেনকে অকালে প্রাণ দিতে হয়েছে দুই বাসের চালকের বেপরোয়া আচরণে। রাজীব ছাড়াও সম্প্রতি রাজধানীতে বাসচালকদের বেপরোয়া আচরণে নিউমার্কেট  এলাকায় মেরুদণ্ড ভেঙেছে দুই সন্তানের জননী আয়েশা খাতুনের। ফার্মগেটে দুই পা থেঁতলে গেছে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত রুনা আক্তারের। সর্বশেষ মঙ্গলবার গোপালগঞ্জে দুই গাড়ির চাপায় হাত বিচ্ছিন্ন হয়ে যায় হৃদয় নামে এক তরুণের।

চালকদের এই হিংস্রতা ঠেকাতে গতকাল মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে চার বাসের চালক ও তাদের সহকারীদের জেল দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন গাবতলী সদরঘাট রুটের ৮ নম্বর বাসের চালকের সহকারী সজীব, নিউ ভিশন বাসের চালক মামুন, আয়াত বাসের চালক রুহুল আমিন ও লাব্বাইক বাসের চালকের সহকারী স্বপন। সজীব, মামুন ও রুহুলকে এক মাস করে জেল দেওয়া হয়েছে এবং স্বপনকে দেওয়া হয় তিন মাসের জেল। কারওয়ান বাজার আন্ডারপাস ও মোড়ে দুই ঘণ্টার অভিযানে তাদের আটক করে এ সাজা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ প্রতিবেদককে বলেন, প্রায় সময়ই চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। তাদের মধ্যে ওভার টেকিংয়ের প্রবণতা অনেক। এতে অনেকের অঙ্গহানি হচ্ছে, প্রাণও হারাচ্ছেন। মূলত ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে এ অভিযান। রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান চলবে।

সর্বশেষ খবর