শিরোনাম
শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় আইসক্রিম ফেস্টিভাল

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় আইসক্রিম ফেস্টিভাল

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে আইসক্রিম ফেস্টিভ্যাল। নানা স্বাদের, নানা রঙের চমৎকার এই জমকালো উৎসব শুরু হয়েছে গতকাল। আবদুল মোনেম লিমিটেড ইগলু আইসক্রিমের উদ্যোগে এ উৎসব উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন মোনেম, ইগলু আইসক্রিমের সিইও জি এম কামরুল হাসান। আইসিসিবির দুই নম্বর হলে শুরু হওয়া এ উৎসবে ইগলুর মজাদার স্বাদের আট ধরনের বিভিন্ন রঙের আইসক্রিম রয়েছে। উৎসবে সব বয়সের মানুষের মজাদার আইসক্রিম ইচ্ছেমতো খাওয়ার সুযোগ রয়েছে। বয়স্কদের জন্য ৫০০ টাকা ও শিশুদের জন্য ২৫০ টাকা টিকিটের বিনিময়ে ঢোকা যাবে উৎসবে। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত উপভোগ করা যাবে আনলিমিটেড আইসক্রিম। তবে উৎসবে ঢুকতে বিশেষ ছাড়ও রয়েছে। শিক্ষার্থী, উবার গ্রাহক, জিপি স্টার ও ইগলুর ফেসবুক ফ্যানদের জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়। তিন দিনব্যাপী উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকবে লাইভ কনসার্ট। লাইভ কনসার্টে অংশ নেবেন শাফিন আহমেদ, ওয়ারফেজ, আর্টসেল, ভাইকিংস ও মিনার। গতকাল শুরুর দিন উৎসবে গিয়ে দেখা গেছে শত শত দর্শনার্থীর ভিড়। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা প্রতিটি স্টলে গিয়ে স্বাদ নিচ্ছেন নানা স্বাদের আইসক্রিমের। উৎসবে বসে যত ইচ্ছে ততই খাওয়া যাবে। এ সুযোগ যেন কেউ হাতছাড়া করতে চাইছেন না। দর্শনীয় আয়োজনে সাজানো প্রতিটি স্টল দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন। এখানে বসে যত ইচ্ছে আইসক্রিমের স্বাদ নিতে পারলেও বাইরে আনতে চাইলে নির্ধারিত দামে কিনে আনতে হবে। তবে উৎসব উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে।

সর্বশেষ খবর