শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ব্রিফিংয়ে ইকোনমিক কাউন্সিলর

বিনিয়োগের স্বার্থেই চীন স্থিতিশীলতা চায় বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় চীনা দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর লি গুয়াংজুন বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচনের আর এক বছর বাকি আছে। আমরা আশা করছি, নির্বাচন হবে নির্বিঘ্ন, স্থিতিশীল এবং অবশ্যই এ নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ বাংলাদেশে আমাদের বেশ কিছু চীনা প্রতিষ্ঠান ও নাগরিক রয়েছে। সে কারণে া আমরা আশা করি যে বাংলাদেশে একটি নির্বিঘ্ন ও স্থিতিশীল নির্বাচন হবে। গতকাল ঢাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও চীনের মধ্যে আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ ব্রিফিং আয়োজন করা হয়। বাংলাদেশে চীনা বিনিয়োগের স্বার্থেই শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের ওপর জোর দিয়ে দূতাবাস কর্মকর্তা বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে স্বল্পোন্নত দেশে উত্তরণের পথে বাংলাদেশের যাত্রা শুরুকে স্বাগত জানায় চীন। চীনের উদার ও মুক্তবাজার নীতিকে কাজে লাগিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও লাভবান হতে পারে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে তিনি বলেন, চীন এখানে বিনিয়োগ বাড়াতে চায়। বাংলাদেশকে তৈরি  পোশাকসহ রফতানি বাড়াতেও উৎসাহিত করে, যাতে এটা দুই পক্ষের জন্যই লাভজনক হয়। পদ্মা রেল সেতুতে  রেললাইনের জন্য ২ শতাংশ সুদে ২ দশমিক ৬ বিলিয়ন (২৬০ কোটি) ডলার ঋণ দেওয়ার কথাও জানান এই চীনা কর্মকর্তা। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক  জোরদার করতে জুনে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) বিষয়ক একটি যৌথ সম্ভাব্যতা যাচাই বৈঠক করবে চীন। চীন আশা করে নির্বাচনী বছরে সবকিছু সুন্দর ও স্থিতিশীল থাকবে এবং বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে।

সর্বশেষ খবর