শিরোনাম
শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ঢাবি সিন্ডিকেটে নীল দলের জয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সরকার সমর্থিত নীল দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে মোট ১৩টি পদের মধ্যে ১২টি পদে নীল দল বিজয়ী হয়। অন্যদিকে    বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল ১টি পদে জয় পেয়েছে। গতকাল বিকালে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে মোট ১ হাজার ৬১২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪১৮ জন ভোট দিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নীল দল থেকে নির্বাচিত সিন্ডিকেট সদস্যরা হলেন প্রভোস্ট ক্যাটাগরিতে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ক্যাটাগরিতে আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্যাহ, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে অনুজীব বিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ মিজানুর রহমান ও প্রভাষক ক্যাটাগরিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জান্নাতুল নাঈম। ডিন ক্যাটাগরিতে সাদা দলের একমাত্র বিজয়ী প্রার্থী হচ্ছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক হাসানুজ্জামান।

একাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির সাতটি পদের সবকটিতে জয় পেয়েছে নীল দল। একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে তিনটি পদে বিজয়ী হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের আলমগীর কবীর, গণিত বিভাগের নেপাল চন্দ্র রায় এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ আশরাফ সাদেক। অন্যদিকে সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরির তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রাফিক্স ডিজাইন বিভাগের ফারজানা আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাইফুল আলম চৌধুরী এবং সংস্কৃতি বিভাগের সঞ্চিতা গুহ। এ ছাড়াও ফাইন্যান্স কমিটির একটি পদে জয় পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

সর্বশেষ খবর