শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
আইনজীবী রথীশ হত্যাকাণ্ড

দীপা-কামরুলকে চাকরি থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের আইনজীবী রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় গ্রেফতার হওয়া স্ত্রী দীপা ভৌমিক ও তার সহকর্মী কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে নগরীর তাজহাট উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। তারা এ বিদ্যালয়েই শিক্ষকতা করছিলেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন রথীশচন্দ্র। তার মৃত্যুর পর সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আবু রাফা মোহাম্মদ আরিফকে। তিনি জানিয়েছেন, গতকাল দীপা ও কামরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেফতারের দিন থেকে এ আদেশ কার্যকর হবে।

প্রসঙ্গত, দীপা ভৌমিকের সঙ্গে কামরুলের পরকীয়া প্রেমের জেরে রথীশচন্দ্রকে হত্যা করা হয়। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রথীশচন্দ্রকে হত্যার দায় স্বীকার করেন দীপা ও কামরুল।

সর্বশেষ খবর