শিরোনাম
সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাড্ডায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে কামরুজ্জামান দুখু (৩৮) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয়রা গুরুতর অবস্থায় এ্যাপোলো হসপিটালসে নিয়ে গেলে চিকিৎসকরা দুখুকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বেরাইদে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নৃশংসভাবে খুন হন দুখু। নিহত দুখু বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ছোট ভাই। তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আহমেদ হুমায়ুন বলেন, আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরেই গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। খুনিদের গ্রেফতারে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শী ও আহত আসলাম হোসেন নিহত দুখুর ভাগ্নে। তিনি এ প্রতিবেদককে বলেন, মামা ও আমরা দোকানের সামনে কাজ করছিলাম। হঠাৎ দেখি ফারুকের নেতৃত্বে আইয়ুব, আজাদ, কাওসার, মারুফ, মহসিনসহ অন্তত ৯/১০ জন লোক গুলি করতে করতে সামনে এগিয়ে আসছে। গুলিবিদ্ধ কামাল হোসেন (৪৮), আজিম হোসেন (৩৪), নাজির হোসেন (৬০), তাজ মোহাম্মদ চিপ্পু (৫০), শরীফ আহমেদ (৪৪), ফারুক আহমেদ (৩৮) এবং আমাকে এ্যাপোলে হসপিটালসে নিয়ে আসে এলাকাবাসী। ঘটনার পরপরই বেরাইদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। র‌্যাব-পুলিশের সদস্যরা এলাকা ঘিরে রাখে। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি জানি কার নির্দেশে আমার ভাইকে খুন করা হয়েছে। পুলিশের কাছে আমি সবিস্তারে বলব। বাকিটা পুলিশ তদন্ত করবে।

সর্বশেষ খবর