মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিএনপির সঙ্গে জোট নয় সমঝোতা হতে পারে : মান্না

বিএনপির সঙ্গে জোট নয় সমঝোতা হতে পারে : মান্না

যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যুক্তফ্রন্টের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এ ছাড়া সোনার বাংলা পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) সঙ্গেও কথাবার্তা চলছে। তারাও ফ্রন্টে যুক্ত হতে পারেন। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতাও করতে পারি, তবে তাদের সঙ্গে আপাতত কোনো জোট নয়। এগুলো আমার ব্যক্তিগত চিন্তা, ফ্রন্টের নয়। শিগগিরই যুক্তফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতেই আমরা আগামীতে পথ চলব।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন ডাকসুর সাবেক এই ভিপি। তিনি বলেন, ‘দেশের অন্যতম একটি প্রধান দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতির প্রেক্ষাপটও পরিবর্তন হচ্ছে। এমন পরিস্থিতিতেও যুক্তফ্রন্ট কাজ করে যাচ্ছে। আমরা নানা কর্মসূচি পালন করছি। আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। একাদশ জাতীয় নির্বাচনেও আমরা জোটগত প্রার্থী দিতে পারি। এগুলো এখনই সুস্পষ্টভাবে বলা সম্ভব নয়। পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তফ্রন্টগতভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’  বিএনপি জোটে যাবেন কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তাদের সঙ্গে কোনো জোট নাও হতে পারে। বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা করা যায় কি না তা নিয়েও ভাবা হচ্ছে। আবার না-ও হতে পারে। এগুলো সামনে যুক্তফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হবে।’  বর্তমান সরকারের সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ সরকার আন্দোলন ভাঙার রেকর্ড করেছে। শেখ হাসিনা ও তাঁর প্রশাসন এ ব্যাপারে খুবই দক্ষ। তাই কোটা সংস্কার আন্দোলনকারীদের সতর্ক হতে হবে।’ আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি ঝুলিয়ে, তাঁর নামে স্লোগান দিয়ে তো বাঁচতে পারলেন না। তাই বলি, চামচামি করে আন্দোলন হবে না। সরকারি শেল্টারে থেকেও আন্দোলন হবে না। নির্বাচনের বছরে সরকার এমন আন্দোলন অব্যাহত থাকার ঝুঁকি নেবে না। কারণ, তাদের তো নির্বাচন ছিনতাই করতে হবে।’

সর্বশেষ খবর