মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ব্রিটিশ সিংহাসনের আরেক উত্তরাধিকারী

প্রতিদিন ডেস্ক

ব্রিটিশ সিংহাসনের আরেক উত্তরাধিকারী

তৃতীয় সন্তানের বাবা হলেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম।  লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালে গতকাল উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন পুত্রের জন্ম দিয়েছেন। এটি উইলিয়াম এবং ‘ডাচেস অব কেমব্রিজ’ উপাধি পাওয়া ক্যাথরিন দম্পতির তৃতীয় সন্তান। তাদের প্রথম সন্তানও ছেলে। দ্বিতীয় সন্তান মেয়ে। নবজাতক হবে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের তালিকার পাঁচ নম্বরে। তার উপাধি আগে থেকেই ঠিক করা হয়েছে— প্রিন্স অব কেমব্রিজ। এদিকে ক্যাথরিন প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এ খবর ছড়িয়ে পড়ার পরপরই উৎসাহী পর্যটক, রাজপরিবারের সমর্থকদের ভিড় শুরু হতে থাকে হাসপাতালের সামনে। জন লাওরি নামে ৬৩ বছরের একজন গত ১৫ দিন ধরে হাসপাতালের সামনে ঘাঁটি গেড়ে রয়েছেন। তৃতীয় সন্তান হয়ে সিংহাসনের অধিকার পাওয়ার নজির খুবই বিরল। ১৮৩৭ সালে রাজা তৃতীয় জর্জ এবং রানী শার্লটের তৃতীয় সন্তান চতুর্থ উইলিয়াম সাত বছর রাজত্ব করেছিলেন। বিবিসি।

সর্বশেষ খবর