বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা নিপীড়ন তদন্তে যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগগুলো নিবিড়ভাবে খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তদন্ত চালিয়ে নথিবদ্ধ করা হচ্ছে রোহিঙ্গা হত্যা, ধর্ষণ, মারধরসহ তাদের ওপর অন্যান্য সব সহিংসতার বিষয়। খবর : রয়টার্স’র।

কর্মকর্তারা আরও জানান, বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া হাজারও রোহিঙ্গা নারী-পুরুষের সাক্ষাৎকারের ভিত্তিতে অভিযোগগুলো নথিভুক্ত করার কাজ পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদফতর। যুক্তরাষ্ট্র ২০০৪ সালে সুদানের দারফুরে ব্যাপক নৃশংসতার ঘটনার যে ফরেনসিক তদন্ত চালিয়েছিল- সে আদলেই মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিষয়টির তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর