শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এসপির হুঁশিয়ারির ২ ঘণ্টা পরই পুলিশের ওপর হামলা

ফরিদপুর প্রতিনিধি

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ঘোষণার ২ ঘণ্টা পর পুলিশের ওপর হামলা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন বোয়ালমারী থানার এসআই সিন্ধু বিশ্বাস (২৮)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার বিকালে বোয়ালমারী থানা চত্বরে মাদকবিরোধী সভা হয়। সভায় পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন তার বক্তৃতায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘যারা মাদক ব্যবসা করে তাদের শিকড় উপড়ে ফেলা হবে। বোয়ালমারীতে কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করলে তাকেও আইনের মুখোমুখি হতে হবে। বোয়ালমারী থেকে উত্খাত করা হবে সব মাদক ব্যবসায়ীকে।’ পুলিশ সুপারের এ বক্তৃতার দুই ঘণ্টা পর মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন এসআই সিন্ধু বিশ্বাস। ওই দিন রাত ৮টার দিকে বোয়ালমারী উপজেলার গুনবহা-কামারগ্রাম পুরনো সেতু এলাকা থেকে পুলিশ মাদক বিক্রেতা ও ডাকাতি মামলার আসামি জাহিদ হোসেনকে আটক করে। একপর্যায়ে কৌশলে পালিয়ে জাহিদ ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই সিন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে প্রথমে বোয়ালমারী হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করান। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, মাদক ব্যবসায়ী জাহিদকে আটকে অভিযান চলছে।

সর্বশেষ খবর