রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

স্বাধীনতার মাসেই ডাকসু নির্বাচন

— অধ্যাপক গোলাম রব্বানী

স্বাধীনতার মাসেই ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেছেন, ‘আগামী বছরের মার্চ মাস অর্থাৎ স্বাধীনতার মাসেই ডাকসু নির্বাচন করতে চায় বর্তমান প্রশাসন। সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি গ্রহণের কাজ। তৈরি হচ্ছে ভোটার তালিকা। আশাকরি, মার্চের পরে আর কেউ প্রশ্ন করতে পারবে না, ‘কেন ডাকসু নির্বাচন হয় না?’  অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘ডাকসু নির্বাচনের বিষয়টি সবসময় আলোচনায় ছিল। সর্বশেষ নির্বাচনের সময় আমি ছাত্র ছিলাম। তখন আমিও ভোট দিয়েছিলাম। নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্ব উঠে আসে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিক প্রক্রিয়াটি ঢাবিসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যত্যয় ঘটেছে। দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনও হয়নি। বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পরই ডাকসু নির্বাচনের বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন এবং সে জন্য ছাত্রদের দীর্ঘদিনের যে দাবি সেটি পূরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।’

ঢাবি প্রক্টর বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য মানসিক ও সাংগঠনিক প্রস্তুতি দরকার। সে জন্য আমি বিভিন্ন সময়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন সময়ে ডাকসু নিয়ে আলোচনা করেছি। কিন্তু প্রায় তিন দশক আগে যে নির্বাচনটি হয়েছিল তখনকার অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন সেশনজট নেই এবং ক্যাম্পাস আগের মতো অস্থিতিশীল নয়।’ ঢাবির এই শিক্ষক বলেন, ‘হল পর্যায়ে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ছাত্রত্ব হালনাগাদের কাজ চলছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে একটি অনলাইনভিত্তিক ভোটার তালিকা প্রণয়ন করা হবে। শিগগিরই সে কাজটি সম্পন্ন হবে। ইতিমধ্যে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন নির্বাচন নিয়ে মতবিনিময় করছে।’  তিনি আরও বলেন, ‘সর্বশেষ নির্বাচনটি সম্পন্ন করতে তিন বছর প্রস্তুতি নিতে হয়েছিল। কিন্তু আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে নির্বাচন করতে উদ্যোগ নিয়েছি। আশাকরি আমরা সাধারণ  শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সহযোগিতা পাব।’

সর্বশেষ খবর