শনিবার, ৫ মে, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় শেষ হলো কৃষিমেলা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় শেষ হলো কৃষিমেলা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত দুই দিনব্যাপী এগ্রোটেক মেলা গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে দেখা গেছে, শস্য রিজার্ভ করার মেশিন, অটো রাইস মিল, ফিড মিল, ফ্লাওয়ার মিল, অয়েল, ডাল, কোল্ড স্টোরেজ, সাইলো,  বেকারি মেশিনারি, চা, কফি, খাদ্য ও কোমল পানীয় উৎপাদন প্রযুক্তি, ট্রাক্টর, পাওয়ার টিলার, কৃষি যন্ত্রপাতি, হার্ভেস্টার, সৌরবিদ্যুৎ প্রযুক্তি পণ্যের বিশাল সমাহার দেখতে বহু দর্শনার্থীর ভিড়। প্রদর্শনীতে ছিল ক্যাটল/শিপ মিল্কিং মেশিনও। দেশের প্রসারমান দুগ্ধ খামারিদের জন্য প্রতিষ্ঠানটির ফ্লোর ক্লিনিং মেশিন প্রদর্শন করা হয়। দায়িত্বরতরা দুগ্ধ খামারের জন্য বিশ্বমানের প্রযুক্তি সেবা দেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটও (বিআরআরআই) অংশ নেয়। প্রতিষ্ঠানটি ছয়টি হাইব্রিডসহ ৯১টি প্রজাতির উন্নতমানের ধান প্রদর্শন করে। স্টলকর্মীরা জানান, দেশের কৃষি চিত্রকে বদলে দিতে কৃষকদের সঙ্গেই তারা কাজ করছেন।  দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরআরআই এসব ধান সারা দেশে কৃষকদের হাতে তুলে দিচ্ছে। কৃষি-সংক্রান্ত বিশেষ করে ধান চাষে সব ধরনের সমস্যা ও সমাধানের বিষয়েও এই স্টল থেকে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

মেডিটেক্স এক্সপোতে উপচেপড়া ভিড় : আইসিসিবি আয়োজিত মেডিটেক্স এক্সপোতে গতকালও ছিল উপচেপড়া ভিড়। শত শত দর্শনার্থী মেডিকেলের নানা রকম যন্ত্রপাতি দেখতে এবং চিকিৎসা সম্পর্কে জানতে ভিড় জমান। এদিকে দুই দিনব্যাপী আয়োজিত কৃষিমেলা এ দিনই শেষ হয়েছে। ১২০টি কোম্পানির অংশগ্রহণে ১১তম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, চতুর্থ বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো এবং তৃতীয় ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপোতে বিভিন্ন রকমের ক্লিনিক্যাল যন্ত্রপাতির সমাহার ঘটানো হয়। গতকাল সরেজমিন দেখা গেছে, মানব স্বাস্থ্য সুরক্ষার জন্য ওষুধ উৎপাদনের সঙ্গে হাসপাতাল, ক্লিনিকে ব্যবহূত বিভিন্ন মেশিনারিজ দেখতে অগণিত মানুষ ভিড় করেন।

সর্বশেষ খবর