সোমবার, ৭ মে, ২০১৮ ০০:০০ টা

আট শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টা, ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করতে না পারায় রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল পৌনে চারটার মধ্যে রংপুরের বিভিন্ন এলাকা থেকে ৮ জন শিক্ষার্থীকে ভর্তি করেন তাদের স্বজনরা। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় রোকেয়া বেগম নামে এক শিক্ষার্থী মারা যায়। সে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রতিরামপুর এলাকার আজহারুল ইসলামের মেয়ে। আজহারুল জানান, পরীক্ষার ফল প্রকাশের পর সে নিজ ঘরে বিষপান করে। সে স্থানীয় কদমতলী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন, রংপুর নগরীর ডাঙ্গিরপাড়া এলাকার রইচ উদ্দিনের মেয়ে শারমিন আখতার, উত্তম বখতিয়ারপুর হাজিরহাট এলাকার শহিদুল ইসলাম মিন্টুর মেয়ে খাদিজা বেগম, সেনপাড়া এলাকার অলক রায়ের মেয়ে প্রীতি রায়, তাজহাট মোল্লাপাড়া এলাকার গণেশ রায়ের মেয়ে শুভা রানী, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকার তাইজিরুল ইসলামের মেয়ে তানজিনা, বালাপাড়া বেতগাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে শাহাবুল ইসলাম এবং পীরগাছা উপজেলার চৌধুরানী এলাকার আবদুস সালামের মেয়ে সমাপ্তি। খাদিজা বেগমের এক আত্মীয় বলেন, বাড়িতে ধানের পোকা দমনের জন্য কীটনাশক ছিল। পরীক্ষায় ফেল করার কারণে ওই কীটনাশক মুখে ঢেলে দেয় খাদিজা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকির হোসেন জানান, এরা সবাই এসএসসি পরীক্ষার্থী। ফলাফল ঘোষণার পর তারা ফেল করায় সবাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

 তিনি জানান, রোকেয়া বেগম নামে এক শিক্ষার্থী বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাসপাতালের পরিচালক অজয় কুমার রায় বলেন, যারা চিকিৎসাধীন আছে তাদের অবস্থার ব্যাপারে এখনো কিছুবলা যাবে না।

সর্বশেষ খবর