সোমবার, ৭ মে, ২০১৮ ০০:০০ টা
ঐতিহ্য

নতুন সাজে সাজছে বিশ্বকবির পতিসর

নওগাঁ প্রতিনিধি

নতুন সাজে সাজছে বিশ্বকবির পতিসর

গণমানুষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী ২৫ বৈশাখকে সামনে রেখে ধুয়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে আত্রাইয়ের পতিসর কাছারিবাড়ি। এ বাড়িটি সাজানো হচ্ছে বর্ণিল সাজে। প্রতি বছরের মতো এবারও এখানে আসবেন মন্ত্রী, এমপি, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশবরেণ্য শিল্পী, সাহিত্যিক ও রবীন্দ্রভক্তরা। সংশ্লিষ্টরা জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পতিসর কাছারিবাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা উৎসবের। সরকারিভাবে এক দিনের কর্মসূচি নিলেও এ মিলন মেলা চলে প্রায় সপ্তাহজুড়ে। দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন তাদের প্রিয় কবির পতিসর কাছারিবাড়ি প্রাঙ্গণে। ফলে কবিগুরুর ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনব্যাপী সরকারি অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ১০টায় রবীন্দ্র কাছারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান, সাড়ে ১০টায় ‘একুশ শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’ শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠান, বিকাল ৩টা থেকে নাটক, আবৃত্তি, নাচ-গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন নওগাঁসহ দেশের প্রথিতযশা শিল্পীরা।

সর্বশেষ খবর