মঙ্গলবার, ৮ মে, ২০১৮ ০০:০০ টা
মালয়েশিয়ার নির্বাচন

৯২ বছর বয়সী মাহাথির কি পারবেন ক্ষমতায় ফিরতে?

প্রতিদিন ডেস্ক

আজকের দিন পেরোলেই এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশ মালয়েশিয়ার সাধারণ নির্বাচন। নির্বাচনী প্রচারণা শেষ। তবে নির্বাচনী প্রচারণায় একটি ভিডিও নজর কাড়ার মতো। এই ভিডিওতে আছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ২২ বছর ধরে যিনি শাসন করেছেন এবং মালয়েশিয়াকে বদলে দিয়েছেন। মাহাথির মোহাম্মদের বয়স এখন ৯২। আর এই বয়সে তিনি নির্বাচনে নেমে চ্যালেঞ্জ করছেন তারই সাবেক দল ইউএনএমওকে। ‘আমি বুড়ো হয়ে গেছি, ভিডিওতে একটি ছোট মালয়ী বালিকাকে বলছেন তিনি। আমার আর বেশি দিন নেই। দেশকে পুনর্গঠনের জন্য আমাকে কিছু কাজ করতে হবে। কারণ, হয়তো আমি নিজেই অতীতে কিছু ভুল করেছি, সে জন্য।’ মালয়েশিয়ার নির্বাচনে মাহাথিরের প্রত্যাবর্তন এই নির্বাচনী লড়াইকে হঠাৎ যেন আকর্ষণীয় করে তুলেছে। এটি বিরোধী জোটকেও উজ্জীবিত করেছে। ২০১৫ সালে আনোয়ার ইব্রাহীমকে কারাবন্দী করার পর এ জোট ঝিমিয়ে পড়েছিল। মালয়েশিয়ার রাজনীতি এবং নির্বাচনে অনেক নাটকীয় ঘটনা ঘটছে। মাহাথির মোহাম্মদ যার বিরুদ্ধে নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেই প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তিনিই নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন। আর এখন তিনি নাজিব রাজাককে চ্যালেঞ্জ করার জন্য যার সঙ্গে জোট বেঁধেছেন, সেই আনোয়ার ইব্রাহীমও তার একসময়ের রাজনৈতিক শিষ্য, পরবর্তীতে ঘোরতর রাজনৈতিক শত্রু। তিনি আনোয়ার ইব্রাহীমকে জেলে ভরেছিলেন, সমকামিতার অভিযোগ এনে তার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চেষ্টা করেছিলেন। ২০১৩ সালেও মাহাথির মোহাম্মদ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আনোয়ার ইব্রাহীম অনৈতিক জীবন-যাপন করেন, তিনি দেশের নেতৃত্ব দেওয়ার অনুপযুক্ত। কিন্তু এখন তিনি কী বলছেন? দুই বছর আগে নিজের দল ইউএনএমও ছেড়ে বিরোধীদের জোটে যোগ দিয়ে মাহাথির মোহাম্মদ এখন মনে করেন, তরুণ বয়সে আনোয়ার কিছু ভুল করেছেন, তার জন্য যথেষ্ট শাস্তি তিনি পেয়েছেন। আমাদের একসঙ্গে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ। আনোয়ারের পরিবার আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে আমরা নাজিব রাজাককে ক্ষমতা থেকে সরাতে পারি।”

আনোয়ার ইব্রাহীমের কন্যা নুরুল নুহা বলেন, ব্যক্তিগতভাবে হয়তো ব্যাপারটা খুব কষ্টের। কিন্তু আপাতত আমরা সেটা পাশে সরিয়ে রাখতে চাই। এটি মালয়েশিয়ার ভবিষ্যতের ব্যাপার। এখন প্রশ্ন, আগামীকাল ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ কি পারবেন তার সাবেক শিষ্য নাজিব রাজাককে হারাতে? বিবিসি

সর্বশেষ খবর