মঙ্গলবার, ৮ মে, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

শিকলে বাঁধা জীবন

দিনাজপুর প্রতিনিধি

শিকলে বাঁধা জীবন

দিনাজপুরের পার্বতীপুরে এক বছর ধরে শিকলবন্দী জীবনযাপন করছেন মানসিক ভারসাম্যহীন শাহজাহান আলী (৪৫)। দিন-রাত তাকে শিকলে বেঁধে রাখা হয়। শাহজাহান পার্বতীপুর উপজেলার বড়হরিপুর পূর্ব মেড়েয়া গ্রামের মোফাজ্জলের ছেলে।

পার্বতীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুজ্জামান বলেন, ‘উন্নত চিকিৎসায় মানসিক ভারসাম্যহীন রোগী এখন সুস্থ হচ্ছেন। শাহজাহানের সুচিকিৎসা করালে তিনি সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’ ইউএনও রেহানুল হক বলেন, ‘শাহজাহান আলী শিকলে বাঁধা অবস্থায় রয়েছেন, এটা দুঃখজনক। খোঁজখবর নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা এবং পরিবারের পাশে দাঁড়ানো হবে।’ শাহজাহানের স্ত্রী আরজিনা জানান, আগে তার স্বামী ভালো ছিলেন। এক বছর আগে হঠাৎ তিনি বাড়িতে উৎপাত শুরু করেন। এ সময় বাড়ি থেকে বের হলে তাকে খুঁজে পাওয়া যেত না। মানুষের হাতে খাবার দেখলেই কেড়ে নিতেন। তার বসতভিটা ছাড়া কিছুই নেই। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। একমাত্র ছেলে লিটন বিয়ে করে নিজের সংসার নিয়ে ব্যস্ত। স্থানীয় ইউপি সদস্য জানান, শাহজাহানের স্ত্রীকে পল্লী অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির কাজ দেওয়া হয়েছিল। গত ১৫ এপ্রিল ওই প্রজেক্ট শেষ হয়ে গেছে। এখন আরজিনা স্বামীকে বেঁধে রেখে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর