বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা
গবেষণা প্রতিবেদন

বছরে ৩ কোটি ১০ লাখ মানুষ আইনগত সমস্যার মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রতিবছর গড়ে ৩ কোটি ১০ লাখ মানুষ আইনগত সমস্যার মুখোমুখি হয়। সবচেয়ে বেশি সমস্যা হয় প্রতিবেশীদের সঙ্গে। আর সবচেয়ে জটিল সমস্যা তৈরি হয় ভূমি নিয়ে। ‘জাস্টিস নিডস অ্যান্ড স্যাটিসফেকশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। নেদারল্যান্ডসের হেগভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান দ্য হেগ ইনস্টিটিউট ফর ইনোভেশন অব লয়ের (হিল) পরিচালনায় ও নেদারল্যান্ডস সরকার ও ব্র্যাকের সহযোগিতায় এ গবেষণাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বিশেষ অতিথি ছিলেন হিলের হেড অব মেজারিং জাস্টিস মার্টিন গ্রামাটিকভ, একই সংস্থার কোয়ান্টিটেটিভ জাস্টিস ডেটা অ্যানালিস্ট মার্টিন কাইন্ড। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ব্র্যাকের মানবাধিকার ও আইন কর্মসূচির প্রধান সৈয়দা ফারিসা কবির। বাংলাদেশের সাধারণ মানুষ কী ধরনের আইনগত সমস্যার মুখোমুখি হন, কীভাবে সেগুলো সমাধানের চেষ্টা করেন, সমাধানের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যান এবং তাদের কাছ থেকে কেমন সাড়া পান এ প্রশ্নগুলো সামনে রেখে এই গবেষণাটি করা হয়েছে। নিবিড় গুণগত সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়। এতে সারা দেশ থেকে দৈবচয়নের ভিত্তিতে ৬ হাজার উত্তরদাতা অংশ নেন।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে সমীক্ষাটি পরিচালিত হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশের মানুষ প্রতিবেশীর সঙ্গে (৪০%), জমির বিরোধ (২৯%), অপরাধ (২১%), পারিবারিক (১২%), অর্থসংক্রান্ত (১২%), সমাজকল্যাণসংক্রান্ত (১১%), ভোক্তাসংক্রান্ত সমস্যা (৯%) এবং দুর্ঘটনা ও আঘাতজনিত (৮%) বিষয়ে আইনগত সমস্যায় পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর