বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নিম্নাঞ্চল

অল্প বৃষ্টিতেই চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। গতকাল সকালে হওয়া বৃষ্টির পানি জমে এ অবস্থা হয়েছে। তবে এর সঙ্গে জোয়ারের পানিও যোগ হয়েছে। এতে করে অফিসগামী কর্মজীবী ও সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েন। জানা গেছে, সকালের ভারি বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে নগরের নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়। ফলে নগরের বাকলিয়া, চকবাজার, বাদুরতলা, মুরাদপুর, চাকতাই, খাতুনগঞ্জ, আগ্রাবাদ, হালিশহরসহ অধিকাংশ নিম্নাঞ্চল ডুবে রয়েছে। নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসন নিয়ে সিটি করপোরেশন এবং সিডিএর রশি টানাটানির খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। গতকালের সামান্য সময়ের বর্ষণে যদি এমন জলাবদ্ধ অবস্থা হয়, তাহলে বর্ষার ভারি বর্ষণে নগরের কী অবস্থা হবে- তা এখনই ধারণা করা যাচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, ‘সিটি করপোরেশন বর্ষা মৌসুমে নালা নর্দমা পরিষ্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ফলে পানি দীর্ঘ সময় স্থায়ী হয়নি।’  

সর্বশেষ খবর