বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ ০০:০০ টা

ছদ্মবেশী খুনি

মির্জা মেহেদী তমাল

ছদ্মবেশী খুনি

পেশা তার ট্যাক্সি চালানো। কিন্তু এই পেশার আড়ালে তিনি ভয়ঙ্কর এক খুনি। ট্যাক্সি নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে শিশুদের চুরি বা অপহরণ করাই ছিল তার কাজ। এ পর্যন্ত অন্তত ১৭টি শিশু পাচারের সঙ্গে জড়িত সে। এর মধ্যে পাঁচটি শিশুকে দেশের বাইরে পাচার করেছে বলে স্বীকার করেছে। নারী ও শিশু পাচার চক্রের সঙ্গে সে একাই নয়, তার সিন্ডিকেটে রয়েছে আরও অন্তত সাত-আটজন। শিশু পাচারের জন্য পাসপোর্টও করেছিল ছদ্মনামে। সেই পাসপোর্ট দিয়েই বিদেশে যাতায়াত করত। ১৫ মাসে ছয় বার গিয়েছিল ওমানে। নারী পাচারের সঙ্গেও যুক্ত ছিল সে। নানা প্রলোভন আর বেশি টাকা আয় করার লোভ দেখিয়ে নারীদের নিয়ে যেত ওমানে। সেখানে বিক্রি করে দিয়ে চলে আসত দেশে। সোহেলের গ্রামের বাড়ি বরিশালে। সে ঢাকায় ইংরেজি মাধ্যম স্কুলের একজন শিক্ষকের গাড়িচালক। ফ্রান্সের নাগরিক এই শিক্ষকের স্ত্রী শ্রীলঙ্কান। একজন বিদেশির গাড়িচালক হয়েও সোহেল এক ভয়ঙ্কর পেশায় জড়িত। একটি খুনের ঘটনা তদন্ত করতে যেয়ে পুলিশ গ্রেফতার করে সোহেলকে। পুলিশ সোহেলের কাছ থেকে জানতে পারে সে একজন কন্ট্রাক্ট কিলার। একইভাবে সোহেলের ঘনিষ্ঠ বন্ধু রাসেলও পেশায় গাড়িচালক। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদির খাসেরহাট। যমুনা ব্যাংকের একটি ব্রাঞ্চের ম্যানেজারের গাড়িচালক ছিল রাসেল। তবে সোহেলের মতো সেও ভাড়াটে খুনি। সংশ্লিষ্টরা জানায়, এমন কন্ট্রাক্ট কিলার আর পাচারকারী এখন রাজধানীসহ সারা দেশে রয়েছে। বাড়িতে গাড়িচালক নিয়োগ দেওয়ার আগে এসব বিষয়গুলো খুব ভালোভাবে জেনে নেওয়া উচিত। অন্যথায় বড় ধরনের ক্ষতি হয়ে গেলে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। গত ৯ মে রাতে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বাড্ডায় গুলি করে হত্যা করা হয় আবদুর রাজ্জাক বাবু ওরফে ‘ডিশ বাবুকে’। এ হত্যাকাণ্ড ছাড়াও বাড্ডায় আরও দুটি খুনে ভাড়াটে কিলার কাজ করে। ডিশ বাবু খুনে জড়িত সোহেল ও রাসেল ধরা পড়ে। তারা স্বীকার করে আরও দুটি খুনে তারা ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। এ ছাড়া চাঁদার দাবিতে গত ফেব্রুয়ারিতে তারা ধানমণ্ডির ২৭ নম্বরে এক ব্যবসায়ীর বাসার সামনে গুলি করে। আর বাড্ডা এলাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে গুলি করা তাদের প্রায় নিয়মিত কাজ ছিল। আদালতে দেওয়া সোহেল-রাসেলের ১৬৪ ধারায় জবানবন্দি ও পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে ডিশ বাবু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল সাফায়েত হোসেন তামরিন ওরফে রানা ওরফে তানভীর ওরফে রনি, সোহেল ও রাসেল। এরই মধ্যে তানভীর ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এ ছাড়া ডিশ বাবু হত্যার পরপরই হাতেনাতে গ্রেফতার সোহেল ও রাসেলকে রিমান্ডে নিয়ে বাবু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  জবানবন্দিতে সোহেল জানায়, ১৭ বছর ধরে বাড্ডায় বসবাস করে আসছে সে। রাসেলের বাসাও বাড্ডায়। বছর দশেক ধরে তাদের মাঝে বন্ধুত্ব। ক্যারম ও ক্রিকেট খেলার সূত্র ধরে আট বছর আগে তানভীরের সঙ্গে সোহেলের পরিচয়। মাস চারেক আগে হঠাৎ তানভীর ফোন করে সোহেলকে। গত ৭ মে তানভীর ফোন করে সোহেলকে বাড্ডার গুদারাঘাটে দেখা করতে বলে। ওই দিন সোহেল গাড়ি চালানো শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুদারাঘাট যায়। সেখানে গিয়ে দেখে তানভীর ও উৎসব নামে দুজন দুটি ব্যাগ কাঁধে নিয়ে তার জন্য অপেক্ষা করছে। কিছু সময় পর তাকে অপেক্ষা করার কথা বলে তারা চলে যায়। ১০ মিনিট পর উৎসব এসে সোহেলকে বৈশাখী সরণির একটি বাসায় নিয়ে যান। ওই বাসায় গিয়ে দেখে তানভীর ছাড়াও শুভ ও আদনান নামে আরও দুজন বসে আছে। কিছু সময় পর তানভীর দুটি ব্যাগ এনে তার ভেতর থেকে একে একে পাঁচটি অস্ত্র বের করে। তখন তানভীর তাকে জানায়, উজ্জ্বল নামে একজন তার সঙ্গে ‘ফাউল’ করছে; তাকে শায়েস্তা করতে হবে। সাড়ে ১০টা পর্যন্ত সেখানে অবস্থানের পর তানভীরের নির্দেশে নিজ বাসায় ফিরে আসে সোহেল। পরদিন সকাল সাড়ে ১০টায় তানভীর ফোনে তাকে জানায়, রাসেলের সঙ্গে সব কথা হয়েছে। এরপর ওই দিন সন্ধ্যার পর তানভীরের সঙ্গে দেখা করতে বলা হয়। ওই নির্দেশনা অনুযায়ী ৮ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাসেলকে নিয়ে বৈশাখী সরণির বাসায় যায় সোহেল। রাতে তানভীর একটি ব্যাগ থেকে বের করে রাসেলের হাতে দুটি, সোহেলকে একটি ও তানভীর নিজে তিনটি অস্ত্র রাখে। সেখানে তানভীরের ঘনিষ্ঠ শুভও উপস্থিত ছিলেন। হঠাৎ শুভর মোবাইল ফোনে একটি কল আসে। ওই ফোন থেকে আসা কথা শেষ হওয়ার পরই কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে সোহেল, রাসেল ও তানভীর চড়ে বসে। মোটরসাইকেল চালাচ্ছিলেন সোহেল। তানভীর প্রথমে নির্দেশ দেয় বাড্ডার জাগরণী ক্লাবে যেতে। সেখানে পৌঁছার আগেই তার মোবাইল ফোনে আবারও কল আসে। ওই ফোন আসার পর পরই তানভীর মোটরসাইকেল ঘুরিয়ে পুনরায় বৈশাখী সরণির বাসায় ফেরত যেতে নির্দেশ দেয়। সেখানে যাওয়ার পর সবার সঙ্গে থাকা অস্ত্র একটি বাসায় রেখে যে যার মতো চলে যায়। যাওয়ার সময় সোহেলকে ৫০০ টাকা দেয় তানভীর। পরদিন সকালে তানভীর আবার সোহেলকে ফোন করে বিকাল সাড়ে ৫টার মধ্যে রাসেলকে নিয়ে গুদারাঘাট যেতে বলে। গাড়ি চালানো শেষে ওই দিন সন্ধ্যার পর রাসেলকে নিয়ে তানভীরের সঙ্গে দেখা করতে যায় সোহেল। আগের দিনের মতোই সোহেল ও রাসেলের হাতে দিয়ে নিজেও পিস্তল তুলে নেয় তানভীর। পরে একটি মোটরসাইকেলে রাত ৯টার দিকে জাগরণী ক্লাবের দিকে যায় তারা। ক্লাবের মাঠে ঢোকার পর পরই তানভীর মোটরসাইকেল থেকে নেমে পড়ে। ওই সময় মাঠের পশ্চিম-উত্তর কোনায় কদম গাছের নিচে পাঁচ-ছয়জন চেয়ারে বসা ছিল। তাদের মধ্যে থেকে টার্গেট করে ডিশ বাবুকে গুলি করতে থাকে তানভীর। রাসেলও গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি করতে থাকে। মিশন শেষে তারা যখন এলাকা ত্যাগ করছিল তখন বাড্ডার আলাতুননেছা স্কুলের সামনে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। তখনই এলাকাবাসী ধাওয়া করে তানভীর, রাসেল ও সোহেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তদন্ত-সংশ্নিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ৩ মে বাড্ডা জাগরণী সংসদ ক্লাবে আফতাবনগর পশুর হাটের ৬০ লাখ টাকা চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় চাঁদাবাজ গ্রুপগুলোর বৈঠক হয়। বৈঠক চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাড্ডা থানা ছাত্রলীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন রাহিন। ওই হত্যাকাণ্ডে সোহেল-রাসেলের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিদেশে পলাতক সন্ত্রাসী রবিন, ডালিম, মেহেদী ও নাহিদের হয়ে বাড্ডায় অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিল তারা। মূলত তারা শুটার হিসেবে দায়িত্ব পালন করত। আবার কখনো বড় বড় ছিনতাই-অপারেশনে তারা অস্ত্র নিয়ে হাজির থাকত। চাঁদার জন্য ভয় দেখাতে হলে তারা গুলি করে আসত। এর বিনিময়ে তারা বিদেশে পলাতক সন্ত্রাসীদের কাছে মাসে মোটা অঙ্কের টাকা পেত। এরই মধ্যে সোহেল ও রাসেলের ব্যবহূত দুটি বিদেশি পিস্তল জব্দ করেছে। অপরদিকে ট্যাক্সিচালকের ছদ্মবেশী শিশু পাচারকারী অপরাধী চক্রের মূল হোতার নাম সাহাবুদ্দিন ওরফে সেলিম ওরফে সাহেদ (৪২)। ইতিমধ্যে র‌্যাব রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানায়, সে ট্যাক্সি চালানোর আড়ালে  জাকির, টিটু, জেসমিন, বানেছা, বেলু ও আসলামকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলে।

তারা পুরনো ঢাকার সদরঘাট, কমলাপুর, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকা হতে শিশু অপহরণ করত। কখনো অপহূত শিশুর পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। যারা মুক্তিপণ দিত না, তাদের দেশের বাইরে পাচার করে দিত। সে অন্তত পাঁচটি শিশুকে দেশের বাইরে পাচার করে দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর