শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারের ওপর অবরোধের সুপারিশ কানাডিয়ান দূতের

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের ওপর অবরোধের সুপারিশ কানাডিয়ান দূতের

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর অবরোধ আরোপে সমমনা দেশগুলোকে নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে কানাডা সরকারের প্রতি সুপারিশ করেছেন দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে। বাংলাদেশ ও মিয়ানমার সফর শেষে জমা দেওয়া প্রতিবেদনে তিনি এ সুপারিশ করেছেন। গতকাল ঢাকার কানাডা হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমারবিষয়ক বিশেষ দূত বব রে রোহিঙ্গা সংকট সমাধানে তার প্রতিবেদনে চার ভাগে ১৭টি সুপারিশ করেছেন। প্রতিবেদনে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের জন্য মানবিক সংকট বলে উল্লেখ করা হয়েছে। কানাডার বিশেষ দূতের এ প্রতিবেদনে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর অবরোধ আরোপের লক্ষ্যে কানাডার সমমনা  দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা ও কার্যক্রম চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে মিয়ানমারের প্রতি কানাডা সরকারের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

সর্বশেষ খবর