শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

ট্রেনের আগাম টিকিট ১ জুন

চালু হবে সাত বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ জুন থেকে, চলবে ৬ জুন পর্যন্ত। একইভাবে ঈদ শেষে ঢাকায় ফেরার অগ্রিম টিকিট বিক্রি হবে ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত। গতকাল রেল ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এসব কথা জানান রেলমন্ত্রী। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুজিবুল হক বলেন, ১০ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১১ জুনের টিকিট ২ জুন, ১২ জুনের টিকিট ৩ জুন, ১৩ জুনের টিকিট ৪ জুন, ১৪ জুনের টিকিট ৫ জুন এবং ১৫ জুনের টিকিট ৬ জুন বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। রেলমন্ত্রী জানান, একইভাবে ঢাকায় ফেরার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত। ১৯ জুনের টিকিট বিক্রি হবে ১০ জুন, ২০ জুনের টিকিট ১১ জুন, ২১ জুনের টিকিট ১২ জুন, ২২ জুনের টিকিট ১৩ জুন, ২৩ জুনের টিকিট ১৪ জুন ও ২৪ জুনের টিকিট বিক্রি হবে ১৫ জুন। অগ্রিম টিকিট বিক্রির জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৬টি কাউন্টার খোলা থাকবে। এর মধ্যে মহিলাদের জন্য দুটি কাউন্টার থাকবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। মো. মুজিবুল হক বলেন, টিকিট কালোবাজারি রোধে সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাবের সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হবে। এ ছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তিনি বলেন, স্বাভাবিক সময়ে ট্রেনে করে যে যাত্রী আসা-যাওয়া করে, এর বেশি যাত্রী আসা-যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। সাধারণত রেলপথে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করেন। ঈদ উপলক্ষে ২ লাখ ৭৫ হাজারের ওপর যাত্রী পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে ৩ লাখও যেতে পারে। মুজিবুল হক জানান, ঈদে সাধারণ মানুষের বাড়ি ফেরা নিশ্চিত ও নির্বিঘ্ন করতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, ঢাকা-চাঁদপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-পার্বতীপুর ও ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে সাতটি বিশেষ ট্রেন চালু করা হবে। এগুলো চলবে ঈদের আগে ১৩, ১৪ ও ১৫ জুন এবং ঈদের পরে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত। তিনি বলেন, ‘যাত্রীরা যাতে ট্রেনের ছাদে না ওঠে সেদিকে নজর দেওয়া হবে। কর্তব্যরতদের বলেছি, ছাদে যারা উঠবে তাদের নামিয়ে দিয়ে ট্রেনের ভিতরে নিয়ে ভ্রমণের জন্য ব্যবস্থা নিতে।’ রেলমন্ত্রী জানান, রেলের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর