শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় আবারও হাত হারালেন বাসযাত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আবারও হাত বিচ্ছিন্ন হয়েছে বাসযাত্রী আনিছুর রহমানের (৩০)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কালিকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ডান হাত হারান আনিছুর। চিকিৎসার জন্য তাকে গতকাল দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, আগমনী (ঢাকা মেট্রো ব-১৪-২৪৩১) নামে একটি বগুড়ামুখী বাস নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তা থেকে নেমে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের মধ্যে থাকা যাত্রী আনিছুর রহমান আত্মরক্ষার চেষ্টা করলে গাছের সঙ্গে লেগে হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যান। অন্য যাত্রী ও পথচারীরা হাত বিচ্ছিন্ন আনিছুর ও আরও এক আহত যাত্রী তমিজ উদ্দিনকে (৩৫) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, বাসটি আটক রয়েছে। চালক ও সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। হাসপাতালের উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় আনিছুরকে ভর্তি করা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর গতকাল দুপুর ২টায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আনিছুর রহমানের বাড়ি পঞ্চগড় জেলা সদরের কামাতপাড়ায়। তিনি মৃত আজিজুরের ছেলে। উল্লেখ্য, এর আগে ২২ এপ্রিল ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলায় ট্রাকের ধাক্কায় শিশু সুমি খাতুনের বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো তার চিকিৎসা চলছে।

সর্বশেষ খবর