সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা
বিবিসির প্রতিবেদন

অবশেষে বরফ গলছে তিস্তার

প্রতিদিন ডেস্ক

কলকাতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত শনিবার সন্ধ্যায় তাজ বেঙ্গল হোটেলে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে তিস্তার পানি বণ্টন নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

এ বৈঠক সম্পর্কে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে মমতা ব্যানার্জি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে, তবে তিনি এ নিয়ে এখনই কিছু প্রকাশ করবেন না। বিবিসি জানায়, ভারত ও বাংলাদেশের কয়েকটি সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, তিস্তার পানি-বণ্টন নিয়ে মমতা ব্যানার্জি আগে যে অনড় অবস্থানে ছিলেন, এখন সেই বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে। অবশ্য দুই দেশের কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর ফলে এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে, তিস্তা নিয়ে মমতা অবস্থান বদল করেছেন কিনা। তারপরও আশার আলো দেখতে শুরু করেছেন অনেকে। তবে সব পক্ষই এটা স্বীকার করছে যে, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে যে জটিল সমস্যা রয়েছে, তার চটজলদি কোনো সমাধান নেই। বেসিন ম্যানেজমেন্ট বা অববাহিকা ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘমেয়াদে এ সমস্যার সমাধান করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর